মানস চক্রবর্ত্তী
একবার ভালোবেসেই দেখো
একবার ভালোবেসেই দেখো না
একবার ভালোবেসেই দেখো
বসন্ত আসেনি বলে আপসোস করেছিলে
একদিন , একেলা তোমার অস্থিরতা |
শীত নয় বনে
শীতকাতুরে দিন ছিল তোমার নিজের মনে
একবার ভালোবেসেই দেখো না |
গান গাইছে শান্ত পাখি
পথের ধুলোয় আটকে গেছে
তোমার করুণ অক্ষিদুটি ,
সম্পর্কে সাক্ষী রেখো
উঠোন জুড়ে নকশা এঁকো
একবার ভালোবেসেই দেখো না
একবার ভালোবেসেই দেখো
একবার ভালোবেসো |


No comments:
Post a Comment