Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~মানস চক্রবর্ত্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||     

মানস চক্রবর্ত্তী

একবার ভালোবেসেই দেখো 


একবার ভালোবেসেই দেখো না 
একবার ভালোবেসেই দেখো 

বসন্ত আসেনি বলে আপসোস করেছিলে 
একদিন , একেলা তোমার অস্থিরতা | 
শীত নয় বনে 
শীতকাতুরে দিন ছিল তোমার নিজের মনে 
একবার ভালোবেসেই দেখো না |  


গান গাইছে শান্ত পাখি 
পথের ধুলোয় আটকে গেছে 
তোমার করুণ অক্ষিদুটি , 
সম্পর্কে সাক্ষী রেখো 
উঠোন জুড়ে নকশা এঁকো 
একবার ভালোবেসেই দেখো না 
একবার ভালোবেসেই দেখো 
একবার ভালোবেসো |  



No comments: