Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~শ্রাবণী গুপ্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

শ্রাবণী গুপ্ত

শব্দ কোরো না

নরম ঘাসের কাছে কান পেতে শুয়ে আছি
শব্দ কোরো না

এখনও রাতের কড়া নড়েনি
এখনই কি ফিরে যাওয়া যায়!

আমের মুকুলগুলো শেষ কবে ঝরে গেছে
পলাশের ডালে ডালে আগুনের ডালপালা
কিছুই হয়নি দেখা

নরম ঘাসের কাছে কান পেতে শুনে নিতে দাও সেই সব বেদনার কথা 
আনন্দের কথা
শেষ বেলায় পায়ে পায়ে যাদের চিনে নিতে হয়

শব্দ কোরো না
এখন
শব্দ কোরো না 




1 comment:

সূর্য মণ্ডল said...

ভীষণ ভীষণ সুন্দর