মন্দিরা ঘোষ
যে অন্ধকার আলোর আড়াল চায়
যখন কোনো চেনা রাত আগন্তুক হয়ে ওঠে
ভয় দরজা খুলে দ্যায় আর্তচিৎকারের
প্রতিবাদ আর প্রতিরোধের মাঝে
দাঁড়িয়ে থাকে সমঝোতার রসায়ন
মেঘের পালক জানে
যে অন্ধকার আলোর আড়াল চায়
সেখানকার আকাশের নাম মুক্তি
এগ্রিমেন্টের পাতায় আটকে থাকে
প্রতিবাদ আর প্রতিরোধের মাঝে
দাঁড়িয়ে থাকে সমঝোতার রসায়ন
মেঘের পালক জানে
যে অন্ধকার আলোর আড়াল চায়
সেখানকার আকাশের নাম মুক্তি
এগ্রিমেন্টের পাতায় আটকে থাকে
সামাজিক বিকেলের ভূমিকা
পুরোনো সম্পর্কের আপডেটে
ডিলিট হয়ে যায় একটি ফোল্ডেড রুমাল
যার ভাঁজে লুকোনো ছিলো
একটি জারুলফুলের সন্ধ্যা
পুরোনো সম্পর্কের আপডেটে
ডিলিট হয়ে যায় একটি ফোল্ডেড রুমাল
যার ভাঁজে লুকোনো ছিলো
একটি জারুলফুলের সন্ধ্যা


1 comment:
চমৎকার
Post a Comment