Thursday, May 7, 2020

রাখী সরদার

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


মোক্ষ ও লোভী বাঘ
রাখী সরদার

জানা ছিলনা ...

নিসর্গে রাত নামলেই হয়ে পড়ব বন্য

শরীরে বাঘের ডোরাকাটা ছল পাতা,আর
আমার দুচোখে শুধু হরিণের চলাচল

গর্জে উঠছে রতিঈর্ষা,অন্ধকারে লাফ দেয়
লালিত নখের ধার।মাংসাশী তৃপ্তিতে
কখন ঘুমিয়েছি জানিনা...

একটা ক্ষুধার্ত কাকের ডাকে জাগি,একি!

কয়েকজন রমণীর চোখের ছুরিতে
আমি আগাগোড়া খণ্ড খণ্ড।তাদের ক্ষমাসুন্দর
হাতে ঘুরছে ফিরছে আমার নির্বাণ 

কেবল পাশের কাঁটাঝোঁপে বিঁধে আছে
আমার রক্তজবা হৃদয়... 

1 comment:

Unknown said...

চমৎকার