Thursday, May 7, 2020

অর্ঘ্য কমল পাত্র

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।



তৃতীয় বিশ্বের দেশ
অর্ঘ্য কমল পাত্র

অনুন্নত কাঠপিঁপড়ে জানে না
গাছ আর কাঠের তফাত 
চিরভিখারির মতো 
চিবিয়ে ফেলে সমস্ত পূর্ণচ্ছেদ

আর আমরা মানুষেরা, 
ঝড়ের সময় জানলা বন্ধ করি
                 এবং রোদ উঠলে
গাছের কাছে যাই...

আমাদের কাছে
আসবাব আর গাছের মধ্যে 
ভেদাভেদ 

শুধু চঞ্চলতার...

No comments: