সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
কবিপ্রণাম
সম্পাদকীয় নয় কিন্তু
অভিজিৎ দাসকর্মকার
দ্বিতীয় বর্ষ।
কবিপ্রণাম
সম্পাদকীয় নয় কিন্তু
অভিজিৎ দাসকর্মকার
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সারা বিশ্ব এবং আমার আপনার প্রিয় ভারতবর্ষ, আরও প্রিয় পশ্চিমবঙ্গ, এবং আমার -আপনার প্রিয় সাহিত্য, সাহিত্য প্রেমী বন্ধু এবং তাদের পরিবারের জন্য সর্বশ্রেষ্ঠ আসনে বসে থাকা ঈশ্বর, তাঁর কাছে প্রার্থনা, আমরা সকলে যেন ভালো থাকি, ভালো রাখি। সাহিত্য জগতের সাথে যুক্ত সকল মানুষজন, কর্মী এবং সাহিত্য থেকে সহস্র যোজন দূরে থাকা মানুষজনেরাও যেন ভালো থাকেন। আর আমার ভারতবর্ষ সহ সারা পৃথিবীর করোনায় শহিদ সকল মানুষদের প্রতি শ্রদ্ধা, স্যালুট। পরিবারের জন্য সমবেদনা,
এবং পুলিশ, স্বাস্থ্যসেবায় যুক্ত সকল মানুষদের একবুক ভালোবাসা...
ভালো থাকুন। সুস্থ থাকুন। সুস্থ সাহিত্যে থাকুন।

No comments:
Post a Comment