Saturday, May 30, 2020

প্রভাত চৌধুরী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
প্রভাত চৌধুরী

ব্ল্যাকহোল 

ব্ল্যাকহোল সম্পর্কিত যাবতীয় বিবরণ লিখে রেখেছে
নাসের হোসেন
তার কৃষ্ণগহ্বর গ্রন্থটিতে

আমি নতুন করে লিখতে শুরু করলে
আগে লিখব ব্ল্যাক
পরে হোল

আর কালোকুকুর এবং কালোগোলাপের প্রতি
আমার আকর্ষণের কথা সকলেই জানেন
হোল-কে ভাষান্তর করে যদি ফাটল-এ
পৌঁছে যাওয়া যায়
তাহলে আমি যুক্তিফাটলের সন্ধানে
রুদ্র কিংশুক-এর কাছে যাব

অর্থাৎ নাসের হোসেন থেকে রুদ্র কিংশুক
এটাই আমার ব্যক্তিগত ব্ল্যাকহোল

1 comment:

Haradhan Chowdhury said...

অনবদ্য ভাবনা। অভিভূত পাঠক আমি