সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
সংযুক্তা পাল
গবাদিপশু
একজন বিবাহিত কৃষক এভাবেই গড়ে ফেলে
একটি 'পশু-খামার'।
মালিকানা যতটুকু আনন্দ
দেয় চাষে
ঢের বেশি অঙ্ক কষে শোষণের
পিরামিডের চূড়োয় ওঠে
ব্রান্ডেড সোল,
নীচের দিকে তাকালে ভয়
করে;
অমীমাংসিত জিজ্ঞাসা চিহ্নের
তাকগুলো ছেড়ে দিয়ে
আমরা যারা মাঠের দিকে
তাকাই
একসময় অভ্যেসে নিশ্চিন্তে
ঢুকে যাই খামারের ভিতর।


No comments:
Post a Comment