Thursday, May 7, 2020

রুমা ঢ্যাং অধিকারী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


রাবণীয় পাঁজি 
রুমা ঢ্যাং অধিকারী

১/
করিডোরের ঘূর্ণিপাকে কেটে যাচ্ছে
                  এক একটি বিভূতি রাত
স্প্রেডশিটের জোনাল রিভিউ অনুযায়ী
ত্রিস্তরীয় গরাদের দরজায় ক্ষীণজীবীরা
               বারেবারে চোখ পাতে, হাতও নামায় 

তবু ফিরে দেখা এই ইকির মিকির চামচিকির ঘনিষ্ঠতায় 
কখনও চামর ঘরাণা 
   মন্ত্র ধ্বনির মতো বাজে 

২/ 
ঘোড়ার দীর্ঘপথে আয়ুকাল ভাঙে অন্তর্বাষ্প
আকালের মৃতচাহিদার কাছে
ক্লান্ত মনে হয় খিদে

বিষণ্ণ কোকিলের কাছেও যেমন ক্লিশে এই অবসরযাপন 
সামাল দিচ্ছে 
ভুলে যাওয়া শার্টের ইশারা

ফুটো সম্মোধনের অন্দরমহল নিয়ে
বৈকুণ্ঠপুরী আজ সন্দিহান
তবু এমন কোন কৌশল জানা নেই 
               গুণপনার পরিশিষ্ট মহোৎসবে

No comments: