সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
রথীন বন্দোপাধ্যায়
দূরত্বগুলো বুঝে নেবার পর
আমার আর ম্যানিকুইনের মাঝের দূরত্ব = ০
ন' তলা ফ্ল্যাটের ব্যালকনিতে ঝুঁকে থাকা আমার সাথে নীচে কংক্রিটের দূরত্ব = 4.6 sec.
আহামরিমরি আমার জীবিত মাধবীলতা আর সাইক্লোনে উপড়ে যাওয়া প্রবল নিম গাছটির মাঝের দূরত্ব = আবহাওয়া দপ্তরের একটি ঘোষণামাত্র
এক বৈশাখে আমার দেখা হওয়ার সাথে জ্যৈষ্ঠতে পরিচয়ের মাঝের দূরত্ব = অনির্ণেয়
খাদের ন্যূনতম কিনারে একটি রঙিন পালকের সাথে দাঁড়িয়ে থাকা আমি আর খাদের গভীরতম মৃত্যুগর্ভান্ধকারের দূরত্ব = পিসার হেলানো মিনারে গ্যালিলিওর এক্সপেরিমেন্ট
সদর দরজার বাইরে মিনিটের পর মিনিট কলিং বেল-এ আমার বিশ্বস্ত আঙুলের সুদীর্ঘ শ্রম থেকে দরজার ওপারের দূরত্ব = সন্দেহ
আমার আমার আমার আমার
এবং নিরুপায় এই আসক্তি শরীর শরীর আমার এবং যে দামি পার্কার পেনটি দিয়ে লিখছি সেটিও বড় প্রিয় সাদা পৃষ্ঠায় লিখে যাওয়া আমারই আপেক্ষিক জীবন মনকুসুম আর ইলেকট্রিক চুল্লির মাঝের দূরত্ব = একটা স্টেথোস্কোপ
এইসমস্ত যাবতীয় দূরত্ব থেকে যে হোমা পাখিটি উড়ে যাবে প্রকাণ্ড শূণ্যের ভিতরে ভাসিয়ে দেবে তার আগামী প্রজন্ম
সেই বিষয়টি না হয় হাইজেনবার্গের আনসার্টেইনিটি প্রিন্সিপাল-এর সাহায্যে,


No comments:
Post a Comment