Thursday, May 7, 2020

কার্তিক ঢক্

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।

জলঘোলা
কার্তিক ঢক্ 

ঘোলা জল ভাবাচ্ছে এখন-
আমি একা নয় জাহাজের মাস্তুলে। 

আয়নায় চোখ রেখে দখি 
বদলে গেছে জলের আঙ্গিক --
সাধারণ মাছেদের পাখনায় ক্লান্তির এম্বোডারি
দিকভ্রান্ত ঢেউ...

তবু তারা জল ঠেলে
যেদিকে তাকায় ধূ-ধূ ঘোলাজলের খেলা
আধমরা মাছেদের মুখে কে দেবে আগুন! 

এখানেই থাক তবে-
জল বেশি ঘোলা করে কি লাভ...


খিড়কি 

মনখারাপের কুঁড়ি গুলির
কোনো ঘ্রাণ নেই । 

তাই, ফুটে উঠলেও জানতে পারে না কেউ !
শুধু দীর্ঘশ্বাস জানে বলে আমি তাকে
সন্তর্পণে খিড়কির দরোজা খুলে দিই...


No comments: