Thursday, May 7, 2020

আলিউজ্জামান

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।




সহজঋণ 
আলিউজ্জামান 

তোমাকে ভালোবাসার পর
গ্রীষ্মের দীর্ঘ বারান্দায়।ঘরমোছা চোখের চাউনিতে
ন্যাঙটো বালক গোলাপকুঁড়ি রেখে যায় 
                             নিমগাছের তলায় ।
তারপর গ্রাম্য আকাশডানায় লিখে রাখি  
পদ্মগোখরের অন্তর্ধান রহস্যে 
শ্যাওলাবাস্তুতন্ত্রের পরিকাঠামো।
শুধু তোমাকে ভালোবাসার পর,আধ খাওয়া পাউরুটি বিক্রেতাকে 
উপেক্ষা করে।   
গোপনীয়তার সংস্করণে প্রাপ্ত সহজঋণের দায়ে ,
একটা ট্রেন হারিয়ে যায় সম্ভবত পর্ণমোচির অরণ্যে।


No comments: