Saturday, May 30, 2020

সুজিত রেজ

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                             সুজিত রেজ


ঋতুগ্রাফি


টানা কাজল চোখে কিশোরী-দুপুর
          ঘেমে-নেয়ে ঝরা বকুল প্রেম কুড়িয়ে যায়।
হাইওয়ের মজা পরিখা সাঁঝপাগলা ঝিঁঝি ও
        উন্মনা ভেকের সমবেত মদির সুরে বেগানা।
বিয়ের জল লাগা নতুন বৌয়ের মতন
       খালডোবার হাড় থেকে মাংস ঠিকরে ওঠে।
হেমন্তের পোস্টম্যান শৈত্য হাসিমুখে 
                    শিশির জলে মহুয়া পান করে।
পাঠভবনের লালমাটিতে গাছের পাতা 
            উপুড় হয়ে গৌরপ্রাঙ্গনে নৃত্যনাট্য দেখে।
মুচকুন্দ ফুলের সোহাগরেণু মেখে মদন সখা
            অপেক্ষমান চলনবিলের নৈর্ঋত কোণে।
কবিই শুধু ঋতুস্রাবের দিবস গুনে মত্ত থাকে 
                                 কলমঘষা আত্মমৈথুনে।

No comments: