Thursday, May 7, 2020

শীলা বিশ্বাস

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


ঘোড়া ও একটি গোপন ইচ্ছা
শীলা বিশ্বাস

পার্থজিৎ ক্যাসিনোয় বসে কবিতা লেখেন যদিও ঘোড়ায় চড়া তার প্যাশন
চিরঞ্জীব পাঠককে সহিস ও ঘোড়ার মধ্যবর্তী একটি নদী দেখাতে চেয়েছেন

এরা কেউই এক শিংওয়ালা ঘোড়ার জাদু ক্ষমতার পরীক্ষা করেননি
ঘোড়ার ডিম বা ডানা নিয়েও কেউ প্রশ্ন তোলেননি

ট্রয়ের কাঠের ঘোড়াটি নিছক খেলনা ছিল না
গোপনে প্রবেশ করে একটি শহরকে ধ্বংস বা জয় করেছিল

পার্থজিৎ ও চিরঞ্জীব  কেউ কাউকে দেখেননিমিল বলতে দুজনেই কবি দুজনেই প্রেমিক
দুজনেই ঘোড়ার পেটের ভিতরে ঢুকে পাঠকের হৃদয়ে প্রবেশ করতে চান গোপনে






No comments: