সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
হরিৎ বন্দ্যোপাধ্যায়
দোসরের সমতলে
শিলাখণ্ডে মুক্তাঞ্চল স্পর্শে
হৃদয়ের গভীর প্রদেশে যতখানি ক্ষতের সৃষ্টি হয়
তার মধ্যে শিলার অস্থিরতাজনিত উদগ্র ইচ্ছার চেয়েও
অযুত পরিমাণ স্পর্শ নিজেকে সম্পৃক্ত করে
আগামীতে কোনো সূর্যের দেশে দেখা হবে
কোনো উদাত্ত কন্ঠের স্পর্শসঙ্গীতে
অতীত ইতিহাসের নাম না জানা অধ্যায়ের
প্রথম পৃষ্ঠায় লেখা ছিল শিলার জন্মবৃত্তান্ত
চরাচর জুড়ে একমাত্র পাহারার দুই চোখ
প্রাণের যাবতীয় বহমানতাকে অনায়াসেই
প্রশ্রয়ের দৃষ্টিতে কাঁধে তুলে নিতে পারে যে
সেই তো ভালোবাসার গন্তব্যের একমাত্র স্টেশন
এইপথেই গড়িয়েছিল জল
স্পর্শের অতীত প্রাপ্তির অভিপ্রায়ে
তবুও দায়িত্বের মহাভার, ব্যক্তিত্বের প্রাখর্যে
শিলাখণ্ডের আর নেমে আসা হয় নি দোসরের সমতলে ।


No comments:
Post a Comment