সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
সুশীল হাটুই
রোদের জীবাশ্ম
বৃশ্চিকরাশির কলমটির সঙ্গে
কন্যারাশির ফুলদানিটি গন্ধের গতিবেগ
নিয়ে কথা বলছে।
অথচ দ্যাখো ডাস্ট-অ্যালার্জির ভয়ে যে-সব
জানালা সারাদিনে ১ বার-ও
চোখ খোলেনি, তারা কেমন আয়নার
ভিতর গ্যালাক্সি খুঁজছে।
হারমোনিয়ামের হরস্কোপ থেকে
স্পষ্ট হয়ে উঠছে, সারোগেসি শব্দটি
মৎস্যগন্ধা দুপুরের বুকপকেটে কখনোই
পৌঁছতে পারবে না।
কিন্তু তাই বলে কেন অমিত্রাক্ষর ছন্দের
অক্ষৌহিণী সেনা নদীর গৃহযুদ্ধের পাশে
ভোকাট্টা ওড়াল?
আজ মিডনাইটব্লু-র কথা বাদ-ই দিলাম,
কিন্তু যে ফ্লুরোসেন্ট-ব্লু ল্যাম্পটিকে
জোনাকিরা চাঁদের যমজ বলে জানে---
রোদের জীবাশ্ম দেখার পরই তাদের
ভুল ভাঙছে,
অমাবস্যায় কিশোরী ল্যাম্পটি আলো দিচ্ছে...
বৃশ্চিকরাশির কলমটির সঙ্গে
কন্যারাশির ফুলদানিটি গন্ধের গতিবেগ
নিয়ে কথা বলছে।
অথচ দ্যাখো ডাস্ট-অ্যালার্জির ভয়ে যে-সব
জানালা সারাদিনে ১ বার-ও
চোখ খোলেনি, তারা কেমন আয়নার
ভিতর গ্যালাক্সি খুঁজছে।
হারমোনিয়ামের হরস্কোপ থেকে
স্পষ্ট হয়ে উঠছে, সারোগেসি শব্দটি
মৎস্যগন্ধা দুপুরের বুকপকেটে কখনোই
পৌঁছতে পারবে না।
কিন্তু তাই বলে কেন অমিত্রাক্ষর ছন্দের
অক্ষৌহিণী সেনা নদীর গৃহযুদ্ধের পাশে
ভোকাট্টা ওড়াল?
আজ মিডনাইটব্লু-র কথা বাদ-ই দিলাম,
কিন্তু যে ফ্লুরোসেন্ট-ব্লু ল্যাম্পটিকে
জোনাকিরা চাঁদের যমজ বলে জানে---
রোদের জীবাশ্ম দেখার পরই তাদের
ভুল ভাঙছে,
অমাবস্যায় কিশোরী ল্যাম্পটি আলো দিচ্ছে...


No comments:
Post a Comment