সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
ময়ূখ হালদার
খড়্গ
ভাঙা নদীর মহাকাব্য লিখতে নেমে ওরা ঘুমিয়ে পড়েছে রাস্তায়
আমি অসম্পূর্ণ ঊর্মিমালার শরীরে ডুব দিয়ে উঠে আসি ঘরে
তারপর আয়নার সামনে দাঁড়িয়ে
নিজের খুনে প্রবৃত্তির গলা টিপে ধরি
রক্তে ভেসে যাচ্ছে আভিজাত্য
অবিশ্বাসী হাত দুটোকে তুলে রাখি দেরাজে
এমনই মৃত্যুভয় আমার
কোনও এক আবছা নারীমূর্তির কোলে মাথা রেখে আমি ঘুমাবার চেষ্টা করি আর চোখ বন্ধ করে দেখি একটা প্রকাণ্ড খড়্গ নেমে আসছে নিচে


No comments:
Post a Comment