Thursday, May 7, 2020

মতিউল ইসলাম

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।

দফা ৩০২
মতিউল ইসলাম 

দফা ৩০২ -
দাড়িয়ে আছি কাঠগোড়ায়,
বিচারকের তীক্ষ্ণ দৃষ্টি পড়তে চাইছে
চামড়া অস্থি রক্ত মাংস ভেদ করে
হৃদয়ের কথা।

জবানবন্দি-
হুজুর এ হত্যা নয়,
ভালোবাসার এক্সপেরিমেন্ট ।
সোহাগের মূর্হুতে মস্তিষ্কে বিস্ফোরণ,
স্তন কামড়ে হৃদয়ের সন্ধান,
রক্তাক্ত হৃদয় চুবিয়ে রাখার বাসনা
ফর্মালিনের জারে।
বিজ্ঞাপনের যুগে নতুন বিজ্ঞাপন।

কোন সিদ্ধান্ত নয়
নেক্সট ডেট।

No comments: