সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
সুলগ্না রায়
বেদুঈন
একাকী নির্ঘুম রাত কাটে;
খোলা জানালা বেয়ে বেয়নেটের নলের মতো
ধেয়ে আসে মৃত্যু পান্ডুর বিহ্বলতা৷
নির্জন প্রান্তরে ঘুঘুর ডাকের বিদ্বেষানল
স্তব্ধ হয় কাঁটাতারের বুকে প্রতীক্ষারত সীমন্তিনীর অশ্রুজলে,
অরণ্য তোমার মন পড়ে থাকে লক্ষ যোজন দূরের কম্পিউটার স্ক্রিনের জটিল নকশায়৷
বুঝি না কি আনন্দ খুঁজে পাও ইনপুট আউটপুটের তদারকিতে৷
মরুপ্রান্তরের দক্ষ প্রকৌশলীর ছোঁয়ানো তারে ঘর্ষিত তড়িৎ;
রক্তাভ তৃতীয়ার চাঁদের ম্লান রশ্মির মতো ছুঁয়ে যায় সীমন্তিনীর নাভিস্থল৷
ইড়া,পিঙ্গলা,সুষুন্মার জালকে জড়িয়ে উন্মত্ত তারুণ্য; প্রেম হয়ে ধরা দেয় মুঠোফোন বিকিরণে৷
তুমি বলো,"বিরহেই প্রেমের সার্থকতা প্রিয়তমা",
মধ্যবয়স্ক সংসারী পুরুষের পরিচিত খোলস ছেড়ে; ঝাপসা রিমলেস চশমার কাঁচে জমা বাস্প মুছে,
তুমিও হয়ে ওঠো বেদুঈন৷


No comments:
Post a Comment