Saturday, May 30, 2020

রানা সরকার

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
রানা সরকার

সাঁকোর ওপারে 

ন্ধ্যা বিষাদে আমি এবং আমার কবিতা আর মাঝে তুমি।

দূরত্ব তোমার আমার সবার!
:ইনহেলার
আমি এবং আমার কবিতা উভয়ে ছুটে আসি। 
তুমি-তুমি বহু আঁকিবুকি। তুমি-তুমি অপ্রাপ্য জোছনার খসড়া।
অলৌকিক অসুখ! 
আত্মহনন!

সাঁকোর ওপারে...

একটি রিক্সাচালক রুটি ছুড়ে দিলো রাস্তার কুকুরকে। 
রিক্সাচালক!                    হ্যাঁ একটি রিক্সাচালক। 
উনি দেবতা নন! বিশ্বাস করুন,... দেবতা - - - নন। 
এমনকি কবিও নন... 





No comments: