সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
শম্ভু রক্ষিত- উৎসর্গ সংখ্যা
শম্ভু রক্ষিত
১৯৪৮, ১৬ই অগাস্ট — ২০২০, ২৯শে মে ৭২ বছর বয়সে, শুক্রবার সকালে পরলোকে যাত্রা করেন।হাংরি সময়কালে তিনি ব্লুজ পত্রিকায় লিখেছেন। কবি শঙ্খ ঘোষ সম্মান জানিয়েছিলেন শম্ভু রক্ষিতকে, জরুরি অবস্থায় গণতন্ত্রের বিরুদ্ধে কলম ধরার জন্য, এমনকি তাঁকে জেল যেতেও হয়।
আজ সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের এই সংখ্যা কবি শম্ভু রক্ষিতকে শ্রদ্ধা জানিয়ে।
তাঁকে উৎসর্গ করে


No comments:
Post a Comment