Saturday, May 30, 2020

অভিজিৎ দাসকর্মকার

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।

                          অভিজিৎ দাসকর্মকার


এরা সবাই নিয়ম মাফিক আসে ___

______ তাই আমাদের কোনো রাস্তা নেই।
রাস্তার নিশুতি আলোর পাশে নির্জন গাছ ধরেনি । প্রসূতি নদী নেই। যার কোলে নিরক্ষর জ্যোৎস্না, নৌকা লাগায়।
এখন
শরীরটি দুলছে। তাই হয়তো পূর্ণিমাও দুলছে।

আমি সিগারেটের তালে তালে বেশিক্ষণ বাংলা স্তবকের কিনারায় নিঃশব্দে ভূগোল, বা
পলিটিক্যাল সায়েন্সের খাতায় টাটকা মোড়াম, এমনকি
চশমার ওপাড়ে, সমতল ধরে হেঁটে চলেছে কনকেভ দৃশ্য দেখতে পাই।

আমার কলারে আর জায়গা নেই, নাহলে অনেক শিশুগাছ লাগাতাম।
আমার গায়ে সজোরে ইকোলজি আর নির্বাচনী ট্রেন দূর-পাল্লা দিয়ে মৃত—জীবিত—আবার মৃত দুনিয়াদারীর মধ্যে দিয়ে ঝুকঝুক করে চলেছে____

এখন তীব্রতার কথা ভাবি না। সাইকেল নিয়ে রোজ বাজার আসে। টিউনিং করে রেডিও-মৈত্রি আসে। দিনের রোদে চটচটে ঘাম আসে। বিকেল বেলা মিষ্টি আসে। বাইকে ২০০ টাকার তেল আসে।
এরা সবাই নিয়ম মাফিক আসে ___
আসে আর থেকে যাওয়ার সময়, আস্তে আস্তে শেষ হয়ে যায়।  তারপর আবার
১টি বৃত্ত পূরণ হয়।
তার ভিতর ডালা সাজিয়ে বসে আছে——গৃৃহকর্মে নিপুণা। সোমবারের নিরামিষ জীব। গৃহলক্ষ্মীর পাঁচালী। ফুল বেণী পঞ্জিকা ,  এবং
আমাদের পরিবেশ মুক্তির বার্তা ---


No comments: