Saturday, May 30, 2020

কার্তিক ঢক্

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                                  কার্তিক ঢক্ 



নবান্নের নগ্নভাত 

হলুদ গোলাপটির ভীষণ গোলাপি ঘ্যাম -
আয়নাভাঙা অহংকার...
সুতোর মসৃণতা বোঝো না! 

কতোটা আর্সেনিক আর
কতো পার্সেন্ট আয়রন থাকলে
জলকে পাণীয় বলা যায়! 

মাইক্রো ওভেনে প্রিয় ব্যাঞ্জন চড়িয়ে-
কতো ডিগ্রি আঁচ হলে পুড়ে হয় ছাই! 
হাপুস নয়নে পড়ে থাকে নবান্নের নগ্নভাত...

হৃদয়ের  নাব্যতা কমে গেলে
শুকিয়ে যায় টবের নীল অপরাজিতা! 
মৌমাছি শরীরে  শুধু কি হূলের হুল্লোড়?
কিঞ্চিৎ মধুওতো রাখে ঠোঁটে করে...

No comments: