Thursday, May 7, 2020

রুবি রায়

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


ডাইরির ভাজে পাওয়া দুটি ঠিকানা 
রুবি রায় 

দুই কর্ণিয়া জলে থিঁতিয়ে আছে 
৪ মুঠো স্মৃতি বালি ।

সূর্য মন্ত্রের পাশ দিয়ে শরীর হেঁটে যায় 
মাইনাস ফাইভ পয়েন্ট সামথিং কাঁচ এঁটে।
কোয়ান্টারিন মন , সংসার গোছাতে ব্যস্ত 
স্টেশনের ওপারে । কোলকাতা - ৭০০১৩১ ।

বিদ্যাসাগরকে জোর করে বাড়ি বাড়ি ঢুকিয়ে - এক্সিট হওয়ার পর ! আমার আশারা ...
ম্যানিকিওর করে , সাঁচীস্তূপ আর লালকেল্লা ছুঁতে ।

পাকস্থলির দীর্ঘশ্বাসে বেশ কিছুটা CO2 
পরিবেশে বেড়ে যায় ।

শান্ত পি.এল জানান দেয় , গ্ল্যামারেস চাঁদ !
কালসিটে দাগ নিয়ে সুকান্ত দাদার রান্নাঘর 
থেকে ম্যারাথন দমে আমার কাছে --
আটা চাইতে আসে ।

অপেক্ষার নাভীতে হলুদ রং ধরেছে ।
পোস্ট :- কোড়া চন্ডীগড় ।

No comments: