সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
রোশনি ইসলাম
বৃত্ত
আসা-যাওয়ার বৃত্ত চলতে থাকল
খোলা দরজা বৈশাখের দুপুর ------
দীর্ঘ প্রতীক্ষায় কোনো ইতিহাসবিদ
পৃষ্ঠার পর পৃষ্ঠা
ঘটনার ঘনঘটা
শুকনো পাতার মর্মরধ্বনি
বাতাসে
ঝিলমিল স্রোত
শীতের বিকেল অন্তহীন আকাশের বুকে
উড়ে যাচ্ছে সমুদ্র-চিল, ঝিলমিল সমুদ্রের
স্রোত সূর্যাস্তের আলোয় ভেসে যাচ্ছে।
রবীন্দ্রসংগীত মিউজিক সিস্টেম, ট্যাটু
ডিজাইন সেজে উঠছে হাত-পা রঙিন
আয়নায়। ছটফট ঘুড়ি, বালিঘর আচ্ছন্ন
আলো-আঁধারে জেগে উঠছে সমুদ্রতীর।


No comments:
Post a Comment