সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
অণুগল্প
দ্বিতীয় বর্ষ।
অণুগল্প
ঘুঘুওড়ার গাড়ি
সুকান্ত ঘোষাল
ঘুঘুওড়াতে আগে খুব ঘুঘু উড়ত। এখন বড়োবাবুর অফিস। ঘটনাচক্রে যে গাড়িটায় আমি সওয়ার হয়েছি,তাতে আমিই চালক,
আমিই টিকিটবিক্রেতা,এবং আমিই যাত্রী। সঠিক সময়ে বড়োবাবুর কাছে হাজিরা দেবার জন্য আমাকে এই গাড়িটাই ধরতে হয়। এছাড়া অন্য কোন বিকল্প যে নেই তা নয়, কিন্তু এই গাড়িটাতেই আমি অতিরিক্ত শীতল বাতাস পেয়ে থাকি। আটত্রিশ মিনিট ভ্রমণের পর ঘুঘুওড়াতে আমাকে নামতে হয়। তার আগের স্টপ বকুলপুর। গাড়িটা বকুলপুর ঢোকার আগেই টিকিট কিনে প্রস্তুত থাকি। নিজের কাছ থেকেই ফেরত পাওয়া খুচরোগুলো মিলিয়ে দেখে নিই। এরপর সিট ছেড়ে গেটের কাছে এসে দাঁড়াই। কারণ ততক্ষণে ঘুঘুওড়া প্রায় এসে পড়েছে। পরপর দুবার হর্ন বাজিয়ে সন্তর্পণে নিজেকে নামিয়ে দিই গুপ্তঘাতকের ডেরার মতো দেখতে যাত্রীদের প্রতীক্ষাগৃহের মুখে। আর সোজা গাড়িটা চালিয়ে সামনের দিকে চলে যাই। এভাবেই আমি প্রতিদিন কর্তৃপক্ষের গালি থেকে আত্মরক্ষা করতে পারি কিংবা 'দাদা একটু চেপে যান', বলে কেউ বাসের বন্ধ জানলার পাশে অন্ধকূপে ঠেলে দিতে পারে না।

No comments:
Post a Comment