সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
নাসের হোসেন
মুখ
অন্ধকার সমাগম হলে আলোর পথ খুলে যায়
এরকম একটা ধারণা জগতে প্রচলিত আছে,কিন্তু
সময়- সময় এমন একটা সময় আসে যখন
অন্ধকারের সর্বত্রই অন্ধকার, কোথাও কোনো আলো
দেখা যায় না,আলোর পথ তো দূরের কথা,
এতটাই দূরের যে তারাও দেখা যায় না,সাধুভাষায়
যাকে বলা হয় নক্ষত্র, নক্ষত্ররাতো বরাবরই দূরের
কেবল একটাই নক্ষত্র আমাদের কাছে রয়েছে,যার
টানে আমাদের পৃথিবীটা পরিক্রমা করে চলেছে অবিরত
যার শস্য-কিরণ আশীর্বাদে আজো পৃথিবী প্রাণময়ী
মাঝেমাঝে এমনও সময় আসে যখন অন্ধকার
হয়ে যায় অন্তহীন, ঝড় থামে না,বৃষ্টি থামে না
আসলে কিন্তু অন্তহীন নয়, সব ঘটনারই পরিসমাপ্তি
রয়েছে,তারপরেই শুরু হয় নতুন ঘটনা,নতুন যুগ
তোমার ফিনফিনে ওড়নার উপরে অনেকগুলি নক্ষত্র উজ্জ্বল
হয়ে ওঠে,আর ঠিক পিছনেই অস্পষ্ট দেখা যাচ্ছে মুখ


2 comments:
অনন্য
আমার প্রিয় কবি। যার কবিতা পড়ে কবিতা কে ভালবাসতে শিখেছি।
Post a Comment