Thursday, May 7, 2020

মন্দিরা ঘোষ

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।

বিপর্যয়ের পরে
মন্দিরা  ঘোষ


ভোরের সম্পাদ্যে কোনো  পালাবদল নেই
আকাশে হলুদ ওড়না বিছিয়ে  সকাল নামে
বারান্দায় বারান্দায় সাদা রুমাল ছোঁয়াচ ভেঙে
সাজিয়ে রাখে মেঘলা উত্তেজনা
নীল কবরের গায়ে জেগে থাকে
  তাজা ফুলের করুণা

কয়েকটি  কুকুর খিদে চেটে নেয় দিনের আলোয়
একা কোনো  শূন্য ছাদে মেলা থাকে
মনখারাপের শাড়ি

  পাখিরা রংবেরঙের ডানা উড়িয়ে
ভেসে যায়
তাদের বুক আর নিতম্বে ঝুলে থাকে
  অহংকারের নীল জ্যোৎস্না

সবুজ ছায়ায়  গোলাপি আতর ছড়িয়ে
ঘুমিয়ে থাকে পরিযায়ী ঋতু

সব নম্র পাতা থেকে ঝরে পড়ে সমাধির গান
নিশ্চুপ তারার মতো কোনো ব্যথায়
ভাসমান  মৃত্যুর উপমা
ঘুমের ভেতরে ফিরে  ফিরে আসে
উপাধির গ্রাম, সন্ধ্যা নামের নদীটি
আর প্রিয় গাছের মায়া


No comments: