সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
রাখী সরদার
মাধব,বহুত মিনতি করি তোয়
মেঘান্ধতমসার দিনে
শ্রীরাগ বাঁশির সুরে যুগপৎ মুগ্ধ হই,তাও
মাধব,বহুত মিনতি করি তোয় -- আমি আর
যাইতে পারিবোনা কালিনী নইকূলে...
তুমি যেমনতর ব়াঁশি বাজাও।
আশেপাশে দূরারোগ্য নদী, ময়ূর ও হয়েছে
সমকামী।গূঢ় সংকেত বোঝেনা
পীতরঙ নৌকা যদি পাই,যদি বান্ধবী বড়াই
ধরে হাল -- তোমার সনে দেখা করিব।
যদিও কালিওনাগ নেই, তাও ত্রস্ত আমায়
ভাবায়,মাছেরা হয়েছে ধূর্ত, যমুনায় বেড়ায়
হাঁ মুখে, যদি বস্ত্র গিলে নেয়!
আমি কুলবালা, কী প্রকারে ফিরিব ঘরেতে!
মাধব,বহুত মিনতি করি তোয় -- আমি
আর যাইতে পারিবনা কালিনী নইকূলে...


No comments:
Post a Comment