সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
শুভ্রনীল চক্রবর্তী
মহাজাগতিক মৈথুন
ঈশ্বর আমার গা বেয়ে উঠে আসছে
ঈশানির অষ্ট সূর্য
জাগতিকতা আবিষ্ট মরু ভেষজ
স্বয়ংক্রিয় স্থাপকতা যাপনের অঙ্গীকার
গ্রহপুঞ্জের নিউরনে ,
আমার শিরা উপশিরার অন্ধকার কেটে
পথ খুঁজে নিচ্ছে
সদ্য জন্মানো অ্যামিবার অলিন্দে
উরু থেকে হাঁড় কেটে
আদম বানাচ্ছে
ইভের গুটি হাতে রেখে ,
বিশ্বাস
ভয়
কাম
সহস্র বিষ ঢেলে দিচ্ছে
স্থাবর অবয়ব রক্ষার্থে
ঈশ্বর আমার গা বেয়ে উঠে আসছে
ঘুঙুরের ফাঁকে সমুদ্র
সমান্তরাল মহাবিশ্বের সময় শেল
পলাশের লাল ভেদ করে
প্রকৃতির সাথে সহবাস
এক সময় কক্ষের সহস্র শৃঙ্খল
উন্মোচিত বিশ্ব
সহস্র পিঞ্জর
গ্রহ পুঞ্জের নিউরনে
এক একটা সভ্যতার গল্প
নতুন বিশ্বাস বানাচ্ছে
প্যারানয়েড প্যারাবোলার গর্ভে
আতসকাঁচ দিয়ে পরমাণু বর্ষণ
আমার জরায়ু কেটে ব্ল্যাকহোল বানাচ্ছে
ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আমাকে
ভালোবাসার আশ্রয়ে
নিজের স্বার্থে ,
উন্মত্ত সৃষ্টির বিলাসিতায়
ঈশ্বর আমার গা বেয়ে উঠে আসছে
আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি
মহাকাশ হয়ে যাচ্ছি ।।


1 comment:
ভালো লাগলো
Post a Comment