সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
ভানুমতীর খেল, প্রিয় বন্ধু বুদ্ধদেবকে
বিশ্বজিৎ দাস
জলের ভেতরের অস্থিরতা না বুঝে
অনেকেই দৃশ্যত মিশে যাই ঢেউয়ের তালে
জল শুয়োরের বাচ্চা বলে না; তাই
বেধে রাখা এই গায়ে শ্যাওলারা চুমু খায়
দুমদাম তরুণ কবি, আনে ডিসকোর্স
ডিম ফোটানোর জন্য যথেষ্ট তাঁ দেয় কি?
আপনি শালা বহুত ধুরন্ধর। সঙ্গিনীর
ঘাড় লাগোয়া চুলে চুলবুলি কাটেন, নখে
লেগে থাকে নিঃসরণের আবেগ; আর
সেটা দিয়েই লিখে যান সিনিয়র কবিতা!
সেরকম অদ্ভুত দাঁড়ি
কামনার ঘরবাড়ি সাজিয়ে রেখেছেন বেল ফুলে
থ্যাপ্পড় খাননি বলে, এখনো আত্মহত্যার
গল্প শুনিয়ে করেকম্মে খাচ্ছেন এবং বাকিটা
ব্যক্তিগত জানিয়ে বলেছেন; এসো ডার্লিং
এই নেভানো আলোয় ধূর্ত জলাশয়ের মতো
আমরাও যাই মিলিয়ে...ফুটুক লোক দেখানো
পদ্ম। জমে যাক আমাদের আশা মেটানো ঘুম
ঘুমের মধ্যে আসুক ওর্গাজম। সেই সুখে আজ
আবারও লিখব ঠুকে, কোনো এক তরুণ কবিকে
কিচ্ছু হচ্ছে না বুঝলে? ফলো করো আগে আমাকে
তরুণ কবিও কম যায় না।
শালা, বাস্টার্ড মাল
এবার আসুন; দেখাব ভানুমতীর খেল!
দ্বিতীয় বর্ষ।
বিশ্বজিৎ দাস
জলের ভেতরের অস্থিরতা না বুঝে
অনেকেই দৃশ্যত মিশে যাই ঢেউয়ের তালে
জল শুয়োরের বাচ্চা বলে না; তাই
বেধে রাখা এই গায়ে শ্যাওলারা চুমু খায়
দুমদাম তরুণ কবি, আনে ডিসকোর্স
ডিম ফোটানোর জন্য যথেষ্ট তাঁ দেয় কি?
আপনি শালা বহুত ধুরন্ধর। সঙ্গিনীর
ঘাড় লাগোয়া চুলে চুলবুলি কাটেন, নখে
লেগে থাকে নিঃসরণের আবেগ; আর
সেটা দিয়েই লিখে যান সিনিয়র কবিতা!
সেরকম অদ্ভুত দাঁড়ি
কামনার ঘরবাড়ি সাজিয়ে রেখেছেন বেল ফুলে
থ্যাপ্পড় খাননি বলে, এখনো আত্মহত্যার
গল্প শুনিয়ে করেকম্মে খাচ্ছেন এবং বাকিটা
ব্যক্তিগত জানিয়ে বলেছেন; এসো ডার্লিং
এই নেভানো আলোয় ধূর্ত জলাশয়ের মতো
আমরাও যাই মিলিয়ে...ফুটুক লোক দেখানো
পদ্ম। জমে যাক আমাদের আশা মেটানো ঘুম
ঘুমের মধ্যে আসুক ওর্গাজম। সেই সুখে আজ
আবারও লিখব ঠুকে, কোনো এক তরুণ কবিকে
কিচ্ছু হচ্ছে না বুঝলে? ফলো করো আগে আমাকে
তরুণ কবিও কম যায় না।
শালা, বাস্টার্ড মাল
এবার আসুন; দেখাব ভানুমতীর খেল!

No comments:
Post a Comment