Saturday, May 30, 2020

সঞ্জয় চক্রবর্তী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
সঞ্জয় চক্রবর্তী

একাকিত্বের দ্বীপে 

গড়ে নিতে নিতে ভেঙে ফেলি এক মূর্তি, নিজ আত্মজার ।
সমাপ্তিক্ষণের প্রতীক্ষায় নিরব এক তিলোত্তমার বেঁচে ওঠা কিংবা মরা,
জলে ডুবন্ত রাজহংসীর মতো সেই মেয়েটির একান্ত ইশারা ।
একগোছা চুলে তার, ঘনায়মান নিকষ অন্ধকার ।

আমার জীবনগ্রন্থে এতকাল যুদ্ধই ছিল নিছক দূর্বলতা অস্বীকারের মহার্ঘ অবলম্বন ।
আজ স্বচ্ছ মেঘের মতো ভাসমান দেহে গজানন
জেগে উঠলেই প্রিয় বিবস্বান আমার রূপদর্শী সততার ।

এখানে মুগ্ধ, সব মালঞ্চে সজ্জিত ।
এন্তেকালে একমুষ্টি মাটি নসীব হওয়ার আশায়,
আমার অন্তরের শাখা-প্রশাখায়,
পাহাবাহারে, দংশনের কাব্য রচনায় ব্যতিব্যস্ত মথ ।

অজস্র কীটের অঙ্কিত গুহাচিত্রে বর্ণিত,
ধূর্ত সজারুর কাঁটায় বিদ্ধ অচল পতাকাখচিত রথ,
বঙ্কিম বিশ্বাসে তাকে একাকিত্বের দ্বীপে গুপ্ত রেখেছে কে ?
সেকি ! একমাত্র হর্ষবাহক তুমিই পর্বত ?



No comments: