সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
হারাধন চৌধুরী
মানচিত্র কিংবা সিন্ডিকেট
একটি মানচিত্রের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে মানুষটি নিজের সন্ধান করছে। এইভাবে সে পার করে ফেলেছে সাতটি দশক! নিজেকে খুঁজে পেলেই সে মিশে যেতে পারে অনায়াসে তার সঙ্গে। স্বপ্ন অধরা তার এখনো।
ম্যাপটা কেউ একটা প্রাণপণে আঁকড়ে রেখেছে, বুঝতে পারছে সে। বহুবর্ণরঞ্জিত ছবিটি যাতে কোনোভাবে ছিঁড়ে খুড়ে না-যায়, তার জন্যই মরিয়া চেষ্টা সেই অদৃশ্য কারো। মাঝে মাঝে মানুষটির কানে আসে তীব্র হুংকার। হাওয়ায় ভেসে আসে গরম বারুদের কটু গন্ধ।
এক পেট খিদে, এক বুক তেষ্টায় ভরা মানুষটির রক্তাক্ত পা দুটি টলোমলো। মাতালের মতোই। খুব ভয় পায় সে। বারুদের গন্ধে দম বন্ধ হয়ে আসতে চায় তার।
রোদ এখন ক্লান্ত। ক্লান্ত ভীষণ। একান্তে একলা ঘরে সেঁদিয়ে যাওয়ার তর সয় না রংবাজের। মানুষটির দু'চোখে তখনো উড়ে যাচ্ছে রঙিন রুমাল—তাতে লেখা: দেশ আর মানুষের মাঝে কোনো সিন্ডিকেট নেই।


No comments:
Post a Comment