Saturday, May 30, 2020

দেবযানী বসু

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।

দেবযানী বসু


জীবন লাগ লাগ লাগ

অন্ধকার দেখেছ তুমি বৃত্তে দলা দলা
আমার তা আয়তাকার শ্বদন্ত
চেয়ার বেয়ে উঠে আসছে
দোচালা হৃদয়ের ধারে তেঢ্যাঙা নারকেল গাছ
ইউক্যালিপটাসের গন্ধে ঘুম ভেঙে যায় স্বপ্ন ভাঙে না
ঢিলেঢালা হয়ে গেছে পৃথিবীর চৌম্বক শক্তি
নক্ষত্ররা ভাঙা সানকি হাতে অন্য গ্ৰহের সন্ধানে হাঁটছে
গাছের মাচায় চলছে হবিষ্যর রাতদিন
জ্বর এলো কি গেল
মৃত বাঘের পেটে বন্দী ঝড়ের হাওয়া
আমরা দেখাতে চেয়েছি রঙমশালের উত্তাপে উপছানো সমুদ্র
আমাদের কবর শশ্মানের মাটি করোনা পরীক্ষায়
পাছার ঘা ধামাচাপা দিতে পারে নি।

 

No comments: