সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
মন্দিরা ঘোষ
উপক্রমণিকা
দীর্ঘ মনখারাপের উপমা থেকে
একটি উদ্দেশ্যহীন বিকেল বুকের
চৌচির ধরে হেঁটে বেড়ায়
একটাও তাবিজফুল তুলতে পারি নি
যা দিয়ে বদলে ফেলা যায় আগামীর সূচিপত্র
জন্মকোষ্ঠীর আঁকাবাঁকা রেখায়
ভুল পদক্ষেপের উচ্চারণ
ফেরতের ওল্টানো পাতায় নস্টালজিক
বিজ্ঞাপন
ক্যাফেটরিয়ার জেনেরিক নাম
ভালোবাসা রেখেছিল যে
তার হাত ছুঁয়ে দেখার লোভ থেকে গেল আজীবন
একটা নোঙরহীন জাহাজের হাতছানিতে
আজও নীল থেকে লাল হয় ভাবান্তর
উপক্রমণিকার মেঘ তৈরিতে
ব্যস্ত হয়ে পড়ে রাতের ভূগোল


No comments:
Post a Comment