Saturday, May 30, 2020

সোনালি বেগম

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                                      সোনালি বেগম


নিবিড়প্রেমবন্ধন

নীলাভ সবুজ শ্যাওলা থেকে শুরু জীবনের
জয়গান। নীল আকাশের পাখি সবুজ অরণ্যে
পাখা মেলে মেলে বাঁধভাঙা চাঁদের হাসি।
পৃথিবীর অন্তরে লাভার স্রোত। বৃষ্টির
ধারায় ভিজে যাচ্ছে ঝলমল
সূর্যের আলো। আরো নিবিড় প্রেমবন্ধন।


মহাজাগতিকসুন্দর

সমুদ্র ভেদ করে জেগে উঠছে আইসল্যান্ড।
ভয়ংকর ডাইনোসর যুগ শেষ হয়ে পৃথিবী
আরও সুন্দর হয়ে উঠেছে।
ধুলোর ঝড় উঠলে বৈশাখ মনে হয়। এরপর
অঝোর বৃষ্টির ধারা জড়িয়ে ধরে তখন।
কসমিক বম্বিং মহাজাগতিক বস্তুর
আঘাত সহনে ক্ষত-বিক্ষত পৃথিবী।
তীব্র গতিতে ছুটে আসছে উল্কা
আকাশের বুকে।

No comments: