সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
দ্বিতীয় বর্ষ।
অশৌচকালীন ডাইরি --১৭
চঞ্চল নায়েক
নিমগাছের আত্মকথনে মৃতরা জড়িয়ে আছে
একারণেই তার ছায়া এত শীতল
শীতের চাদর মুড়ে যে বিদায় আসে
তাকে ফাগুনের কৃষ্ণচূড়া কখনো দেখেনি
সূর্যস্নান সেরে সে সাধক অমরত্বকেও ধরতে পারে না
সেখানে সান্ত্বনা দিয়ে কিছু লেখা বোকামি
আমাদের নির্ধারিত গৃহ আছে
সেখানে ফিয়ে যাওয়া অত্যাবশ্যক
অশৌচ রেখে যায় প্রতিটি মানুষ
রেখে যায় কিছু ভাসা ভাসা দাগ...
এই যে এতো এতো ব্যস্ততা
তা কেবলই একটি নির্জন ঘুমের আয়োজন মাত্র
যতটুকু বাতাস শুষেছি নিমযাত্রায় তারই ঋণমুক্তি
ল্যাম্পপোস্ট সেভাবেই রয়ে যাবে
শুধু দেখে নেবে আলোকিত অধ্যায়টুকু...

No comments:
Post a Comment