সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
গোবিন্দ ব্যানার্জী
এই সব বিকেল সন্ধ্যা রাত্রি
বুড়ো ঘরে যখন বিকেল আসে আলতো পায়ে
একটা সবুজ পাখি আসে
আর ঠিক তখনই ঝমঝমিয়ে ওঠে উড়ো কথারা
ওদের যত্ন ক'রে দেয়ালে টাঙাই,
তারপর সন্ধ্যা আসতে না আসতেই
পালকের ফাঁকে লুকিয়ে পড়ে তারা,
দেয়াল হাঁতড়ে হাঁতড়ে অনেকক্ষণ কেঁদে চলে
রাতকানা পাহারাদার,
সময়েরা ঘণ্টা বাজিয়ে চলে মন দিয়ে -
তখনই একটা বাঁশি হাতে
সামনের চাতালে নেমে আসে চাঁদ
নূপুরের মত খিলখিলিয়ে হেসে ওঠে।
পাতা ওড়ে, ফুল ওড়ে ঘরময়
নির্বিকার বসে বসে দেখি
এই সব বিকেল সন্ধ্যা রাত্রিগুলো।


No comments:
Post a Comment