Saturday, May 30, 2020

রুদ্র কিংশুক

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।

পত্রিশিয়া কোলাইতি(Patricia Kolaiti, 1976) গ্রিসের কবি। ১৯৭৬  খ্রিস্টাব্দে তাঁর জন্ম আথেন্সে এবং বড় হওয়া আগিনা দ্বীপে। কবিতার পাশাপাশি শিল্পকলার নিয়েও পত্রিসিয়ার নিবিড় চর্চা। তাঁর সাহিত্য চর্চায় প্রভাব পড়েছে তার বিচিত্র বিষয়ে লেখাপড়ার জ্ঞান, অনুভব ও অভিজ্ঞতার । এক জায়গায় পত্রিশিয়া বলছেন :
I am trying to evade language. I wish to denude the poem. Until language remains as something indifferent or minimal.
কবিতার শরীর থেকে শব্দ-অলংকারের সমস্ত বাহুল্য বর্জন করে প্রতিটি শব্দকে কবিতাশরীরে অপরিহার্য করে তোলার প্রয়াস পাত্রিসিয়ার কবিতায় পরিলক্ষিত। কবিতা ও পারফর্মিং আর্টকে মেশাতে চেষ্টা করেছেন। কবিতাকে মনোগ্রাহী করে তোলার জন্য  এই পারফর্মিং আর্টের শরণাপন্ন হওয়া । এই মিশ্রণের অভিব্যক্তিকে পত্রিশিয়া কর্পোরিয়েলাইজেশন বলে অভিহিত করেছেন।

                                         রুদ্র কিংশুক


পাত্রিসিয়া কোলাইতি-র কবিতা
মায়ের ভালোবাসা

মা মেয়ের হাঁটু ভেঙে ভেঙে দেয়
প্রথমে একটা 
পরে আরও একটা 
তখন, মা অনেকগুলো পরীক্ষা চালায় 
মেয়েকে বাসায় পদ্মাসনে
"উঠে বস", সে তাকে বলে 
মেয়ে বলে ---আমি পারছিনে 
মা তার বগলে হাত দিয়ে তাকে তুলে ধরে 
তাকে দাঁড় করায় এবং হঠাৎ হ্যাঁচকা টান
তার হাতে 
সে পরীক্ষাটা চালায় দু-তিন বার 
প্রতিবার মেয়েটি পড়ে যায় ন্যাকড়ার পুতুলের মতো।
তারপর মা মেয়েকে কোলে নেয়
"আমর ছোট্ট সোনা" সে বলে
"আমার মিষ্টি মেয়ে"
তাই তখন
---কী করতে হবে?
"আমি হব
তোমার ক্রাশ এখন থেকে"।

 রূপকথা

তোমার কি কখনো ছেড়ে যাওয়া উচিত, শেয়াল বলে,
আমি মিস করবো তোমার হাসি 
আর  মধ্যশীতে শারীরিক উত্তাপ।

 আর আমি সেই থেকে এর সঙ্গে আছি

যেটা ঘটেনি 
যখন সেটা ঘটা উচিত ছিল 
আর এটা এখন যখন ঘটতে চলেছে 
এটা আর ঘটতে পারে না।

ছোট্ট সৈনিক: জীবনী- সূত্র

পাথর অথবা প্রস্তরিত গাছ 
যখন ছোটো ছিল সে আর তার বোন গড়ে তুলেছিল
একটা হাসপাতাল ছোট প্রাণীদের জন্য ।

মানুষের কাজ

তারা পাথরের মধ্যে থাকে 
আর পাথর হয়ে যায় 

জলে পরিণত হয় 
যাতে বৃষ্টি না পারে ঠোকরাতে 

কারণ সেটা ছাড়া 
তাদের পাল্টানোর আর কোনো 
ছালবাকল নেই 
নিজেদের ভেতর 

 গোলাপি ভয়

সর্বদায় আমি
মজার বিষন্ন গাছ

সে আমার আমার মিস্ট্রেস নয় 

তোমার জন্যই
আমি জ্বেলে রেখে দিলাম
শীতের নক্ষত্র 

 বিদায়, রক্ষিতা

মা 
বরফ-ঠান্ডা জল 
বাতাস 
জোয়ারের থেকে শক্তিশালী

No comments: