সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
দ্বিতীয় বর্ষ।

ভুল পাথরের বাড়ি
শ্যামশ্রী রায় কর্মকার
১.
তোমাদের বাড়িতে এসে মনে হল
ভুল সময়ে এসে পড়লাম
লাল সিমেন্টের গোল বারান্দায়
চাঁদের ধাপিতে বসে
আর জাহাজ ভাসানো হবে না আমাদের
অনেক আগেই তুমি সেইসব পার হয়ে গেছ
২
কোলাহলের বিপরীতে একটি ঘর নেব
তুমি বলেছিলে
কোলাহল এখন
তোমার ঘরের দিকে প্রাণপণে ছুটে আসছে
৩.
দুটিই জানলা মাত্র
একটি অনন্তের দিকে খোলা
অন্যটি নিঃশ্বাস ফেলে
টুংটাং শব্দ হয় রাতে
গোপন কথার গন্ধে সরে আসে কাছে
1 comment:
ভালোলাগা
Post a Comment