সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
পিনাকীরঞ্জন সামন্ত
প্রবাহ
এইমাত্র
মিনিঙলেশ সফটওয়্যারে একটা হাঁচি মারতেই কফি-হাউস সার্কেল থেকে বইপাড়া- কেন্দ্রিক
একটি পত্রিকা ছুটে এল চোখে ।
এইমাত্র
খুলে ফেললাম তার মিশ্র বর্ণ শরীর
রূপিতন চিড়িতন ইস্কাবন ভেদ করে
যৌনতা পেরিয়ে
শ্রীল থেকে অশ্লীলতা ভেদ করে
জুড়ে দিলাম
আমার চেতনার অর্ধনগ্ন শরীর
মুহূর্তেই
ফিরে পেলাম এক পরিপূর্ণ জলাশয় ও একটি বিস্তৃত হাই-ওয়ে
যেখানে -
ঘোড়া ও চাবুক সমানভাবে দাপিয়ে চলে
আমি কি তবে - কোনো এক অশ্বারোহী নাকি
ব্লাকহোল সাপ্তাহিক পত্রিকার রুপোলি ঢেউ ?


No comments:
Post a Comment