সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
১টি অক্ষর ছেঁড়া সময়
চিরঞ্জিৎ বৈরাগী
২টি তালা উত্তর দক্ষিণে
মাঝখানে হাতল
সাধারণীকরণে এগোও
তবুও পৃথকীকরণ
হলুদ স্বপ্ন
আরশোলা পীঠে ইটের গুঁড়ো
অথচ সারি সারি কেন্নোরা লাইন ভাঙে
১টি কুঁকড়ে থাকা লেজ
কত শত বেতের আঘাত__
জিনগত স্বভাব
আঠালো মেজাজ
একে একে দুই হলেও,
অভ্যাসের দাস
বোটাসহ তিনটি আম
ছাদের সঙ্গে ঠান্ডা গরম সমানুপাত
বাতাস আড়চোখে
সাহিত্যের পাতায় মুখ থুবড়ে ইঁদুর
চেটে নয়__
ছিঁড়ে ছিঁড়ে জ্যান্ত অক্ষর খাচ্ছে
দ্বিতীয় বর্ষ।
চিরঞ্জিৎ বৈরাগী
২টি তালা উত্তর দক্ষিণে
মাঝখানে হাতল
সাধারণীকরণে এগোও
তবুও পৃথকীকরণ
হলুদ স্বপ্ন
আরশোলা পীঠে ইটের গুঁড়ো
অথচ সারি সারি কেন্নোরা লাইন ভাঙে
১টি কুঁকড়ে থাকা লেজ
কত শত বেতের আঘাত__
একে একে দুই হলেও,
অভ্যাসের দাস
বোটাসহ তিনটি আম
ছাদের সঙ্গে ঠান্ডা গরম সমানুপাত
বাতাস আড়চোখে
সাহিত্যের পাতায় মুখ থুবড়ে ইঁদুর
চেটে নয়__
ছিঁড়ে ছিঁড়ে জ্যান্ত অক্ষর খাচ্ছে

No comments:
Post a Comment