Thursday, May 7, 2020

আলোক মণ্ডল

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


রিপু
আলোক মণ্ডল

১.
একটি বিষয়হীন বিষয়ের মাথায় ১ টি
অ্যালফাবেট। 
সমতুল ফাজিলের আখরোট ভেঙে L,
লায়ন ও লাভ-ক্লাবের পূর্বপদ...

ক্ষিদে ও প্রেম পাগলা করে সময়।

২.
মানচিত্রের সব নীল রঙ সবুজ হয়ে গেল।
খন্ড-ত হীন কৃদন্ত  শীত সকালে
ফারেনহাইড স্কেল উপরে চড়চড়

চিবুক অবধি সব চাঁদ আঁকা হোল
দোয়াত উল্টানো গরীমায়

No comments: