Saturday, May 30, 2020

বাপন চক্রবর্তী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                                  বাপন চক্রবর্তী 




চিল্কা


শরীরেই ছিল সেই দ্বীপ... 
বালি।  বালি পার হয়ে ছোট ছোট ঢেউ। 
ছায়ার অমলেটে নুন... আর তপ্ত হাওয়া।

অবশেষে স্ক্রিনসেভারের মত নিভে এল অপরাহ্ণবেলা 

সারাদিন হাওয়ায় ঘুরেছে যার অতীতের কথা 
তার কোনও নৌকা ছিল না
সুখের বালুকা সব উড়ে গেছে মিথ্যে হাওয়ায়...

No comments: