Thursday, May 7, 2020

সুশীল হাটুই

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।

টেবিলফ্যানের অসুখ
সুশীল হাটুই

অ্যান্টিপোয়ট্রি লেখার আগেই
টেবিলফ্যানের অসুখ ছড়িয়ে পড়ছে ঘরে।
গা-বমি মাথা-ধরা লালচোখ জ্বর সব দেয়ালেই
ছড়িয়ে দিচ্ছে মৃত্যুর ব্লুপ্রিন্ট।

তারই মধ্যে আমি
সিলিংফ্যানটিকে বলছি,সম্রাট অশোক,
তুমি আজ GOOD FATHER অমরেশ পুরি
হয়ে ওঠো।

আমি বাড়িয়ে রেখেছি হাত, তুমি তোমার
হাওয়া-মেয়েটির হাত ছেড়ে দিয়ে বলো---
যা সিমরান যা...

আজ ১টা সামার ১০০ সামারের গ্যাংলিডার
হয়ে আমার দারুচিনি ত্বকে ডিটিপি করছে,
মৃত মাছের চোখ আর কুরুক্ষেত্রের
বোমাবাজি।

তারই পার্শ্বপ্রতিক্রিয়ায় কমে যাচ্ছে আমার
কলমটির শব্দের বেলুন ওড়ানোর
ইচ্ছা।

আমার মগজ পুরো হ্যাং
হবার আগেই, আমি সাওয়ারের নীচে খুঁজে
নিচ্ছি বৃষ্টির যশোদা-বাৎসল্য.
..

No comments: