Thursday, May 7, 2020

বর্ণজিৎ বর্মন

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


ইজম এর ঘেরাটোপ 
বর্ণজিৎ বর্মন 

কয়েক  যুগ আগে ,চোখের ধরেছিল রোগ 

ট্রিটমেন্ট করা হল অনেক ,কতো চেম্বার ,কতো জুতো হল ক্ষয় , ফরেন ডক্টর ফেল 

 প্রাণীটির লক্ষ্য বস্তুটি  ,ঠিক করা যায় নি অনেক আবজার্ভেশন 
শেষে ও নিটফল জিরো 

ভয় হয় ,ভয় ,চোখে না দেখার ভয় ,যদি 
এই অবস্থা মার্কসকে বলি নির্ঘাত বলবেন -
তুমি শোষণ হয়েছ বুর্জোয়াদের দ্বারা,ডাকো  কমিউনিজম ডাকো ।

যদি 
এই অবস্থা বাস্তববাদিদের বলি ,ইউ হ্যাব নট পাওয়ার , সো পলিটিক্স করে জেনুইং পাওয়ার কব্জা করো ,

যদি ,সব ইজমকে বলি একে একে কিছুই হবে না,
ওদের চশমা পরে দেখলে বিশ্বাসটি সেই চশমারই কালার ধারণ করবে ।
বিশ্বব্যবস্থা রঙিন দিবসে ডুববে ।
 নিজস্ব চিত্রের রঙ্গটা কানা পুকুরে ডাইরি লিখ
লিখবে ।


No comments: