Thursday, May 7, 2020

আমিনুল ইসলাম

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


নামহীন চায়ের পেয়ালা 
আমিনুল ইসলাম

সব আলস্য
উড়ে যাচ্ছিল বাতাসের অন্তরঙ্গতায়
জলীয় ভাবানুধ্যায় থেকে স্পর্শহীন
ছুঁয়ে যাওয়া ধূসর জোৎস্নায়-
দ্বিচারি আলোয় নিভিয়ে আসে
                  মহীরুহ অমলতাস
বাউন্ডুলে স্বপ্নরা উড়তে শিখছে, ওদের
ডানার বিন্যাসে ঝড়ছে স্বাধীন শব্দের কারাগার
আত্মতুষ্টি থেকে অমোঘ বর্ষাকালের স্বচ্ছ শরীরে গড়িয়ে পড়ছে ফুলদানি জন্মের প্রাক ইতিহাস
হাই ধরে ধরে ঘুম উধাও চোখে
একটি খরস্রোতা নদীর
জড়ুল স্পর্শ করছে কাক
ওদের পরম্পরায় কর্কশ শব্দগুলোর ছুটি হলে
পড়ে থাকে অন্ধকারের নীরব উচ্চারণ
শিকারির ধর্মনিরপেক্ষতার রসায়ন ঘোষিত হয় একপায়ের ভারসাম্যে, জীবনের অন্ধকারেই
লুকিয়ে থাকে অন্য আর এক
ভৌগলিক আঁচ। শুধু অবশিষ্ট তরল
আগলে রাখে পেয়ালার তছনছ...

No comments: