সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ।
দ্বিতীয় বর্ষ।
অয়েলপেইন্টিং
নিলয় নন্দী
নিলয় নন্দী
এই মেয়েটিকে রেনোয়াঁ বারবার এঁকেছেন।
মেয়েটি চুল আঁচড়াচ্ছে। বয়স কতই বা!
গ্রাণাইট জানালায় তখনো আধপোড়া গোধূলি
অ্যাশট্রে ছাই আর পলাতক মানচিত্র...
চিরুনি টানলে সরে যায় ভূখন্ড
স্পষ্ট হয় ইনসেলবার্জ।
গ্রাণাইট জানালায় তখনো আধপোড়া গোধূলি
অ্যাশট্রে ছাই আর পলাতক মানচিত্র...
চিরুনি টানলে সরে যায় ভূখন্ড
স্পষ্ট হয় ইনসেলবার্জ।
বুকের বোতাম সরে গেলে
নিষ্পাপ চোখের দিকে তাকানো যায় না আর।
নিষ্পাপ চোখের দিকে তাকানো যায় না আর।
পারদের ক্যানভাসে তখনো জিগশ পাজল
আর অবাধ যৌন কাটাকুটি...
আর অবাধ যৌন কাটাকুটি...

4 comments:
মুগ্ধতা
জীবনবিজ্ঞান থেকে এবারআমারভূগোলের দিকে সরে আসছেন যে বড়! 😀😀😀 সুন্দর🌹
দেহের ভূমিরূপ যে...😁
ভালোলাগা
Post a Comment