মানিকলাল সিংহ সংখ্যা
দেবাশিস চন্দ
জমায়েতে জমায়েতে মিছিলে মিছিলে গেয়েছি তো গান,
কত কত গান, লিখেছি কবিতা, লিখেছি আগামীর চলা,
ভাসিয়েছি স্বপ্ন–বাক্যের সাম্পান, রাজপথ, অন্ধ গলি,
শ্লোগানের উচ্চকিত সুরেলা মুষ্ঠি ছুঁয়েছে দিগন্ত,
ক্ষয়ে গেছে পা, ফুটো ফুসফুসে ধরি আয়না,
মৃত্যুকে এক ফুঁয়ে পাঠাই ভুগোলের বাইরে,
ঝঞ্ঝারাতের মুশকিল আসান আসছে যে ওই।
বয়সের ভারে শীর্ণ হাত আর ওঠে না ওপরে
চাঁদ আসে না নেমে আমার জীর্ণ ঘরে
তাহলে কী আমি ছোঁব না আকাশ
হে কমরেড
বলো
ব
লো
চুপ করে আছে কেন? অন্ধকারে নাচে জোনাকির আলো,
বলেছিলে ধ্বংসের মধ্যে রচিত হবে বিজয়ীর স্বপ্নমিনার,
একদিন ফুটপাতের ছেলেটি বসবে রাজার সিংহাসনে।
কোথায় সেই সিংহাসন, শ্রমিকেরা আজো চলেছে হেঁটে,
মিরজাফর শাসকের ঘৃণায় পুড়ে ছাড়খাড় পাকস্থলি,
খিদের মিছিল ক্রমশ লম্বা হয়, দূরে সরে যায় দিগন্ত,
বেয়নেটে বুলেটে মিতালি, দেয়ালে দেওয়ালে শুধু ছবি,
গোলাপের কাঁটা বিলিয়ে দিয়ে নেবে শুধু ফুল, মোহঘ্রাণ!
সুবিধাবাদের কবর খোঁড়া হচ্ছে দেখো ওই জনকণ্টকে।
চাঁদ আসে না নেমে আমার জীর্ণ ঘরে
তাহলে কী আমি ছোঁব না আকাশ
হে কমরেড
বলো
ব
লো
চুপ করে আছে কেন? অন্ধকারে নাচে জোনাকির আলো,
বলেছিলে ধ্বংসের মধ্যে রচিত হবে বিজয়ীর স্বপ্নমিনার,
একদিন ফুটপাতের ছেলেটি বসবে রাজার সিংহাসনে।
কোথায় সেই সিংহাসন, শ্রমিকেরা আজো চলেছে হেঁটে,
মিরজাফর শাসকের ঘৃণায় পুড়ে ছাড়খাড় পাকস্থলি,
খিদের মিছিল ক্রমশ লম্বা হয়, দূরে সরে যায় দিগন্ত,
বেয়নেটে বুলেটে মিতালি, দেয়ালে দেওয়ালে শুধু ছবি,
গোলাপের কাঁটা বিলিয়ে দিয়ে নেবে শুধু ফুল, মোহঘ্রাণ!
সুবিধাবাদের কবর খোঁড়া হচ্ছে দেখো ওই জনকণ্টকে।

1 comment:
দারুণ
Post a Comment