মানিকলাল সিংহ সংখ্যা
রোশনি ইসলাম
ভালোলাগা
ভোরের আকাশে ধীরে ধীরে
রোদের বিস্তার আর খোলা বই
নিয়ে বহুক্ষণ। রানওয়েতে চেনা
অচেনা বৃক্ষের সারি। জলের
শরীরে ভেজে জীবন। মৃদু
শব্দের তালে আছড়ে পড়ছে ঢেউ।
ভালোলাগাগুলো দুহাতের মুঠোয়
অনুভব করতে থাকি।
হারমোনি
কসমিক হারমোনি
হৃদয়স্পর্শী গান
চিরকালীন
বাঁচার অধিকার।
জ্যোৎস্নাপ্লাবিত
পৃথিবী
মানুষ সহমর্মিতা
জমে ওঠে গল্প–––
টল টল পুকুরের জল
চঞ্চল হাঁসের দল

No comments:
Post a Comment